স্মারক নং: সিবিসিএএইচএস/এস/২০২৪/১৩ অফিস আদেশ তারিখ: ২১/০৩/২০২৪ খ্রিঃ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামি ২৪ মার্চ ২০২৪ খ্রিঃ রবিবার বেলা ১২ ঘটিকায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্টিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ছবুর। সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হল। আগামি ২৫ মার্চ ২০২৪ খ্রিঃ সোমবার শুভ দোলযাত্রা উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আগামি ২৬ মার্চ ২০২৪ খ্রি: মঙ্গলবার সকাল ৯:৩০ ঘটিকায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে আবশ্যিকভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হল। সাংস্কৃতিক প্রতিযোগিতা: আবৃত্তি - প্রাথমিক শাখা। বিষয়: স্বাধীনতা দিবসের সাথে সংগতিপূর্ণ যেকোন কবিতা। নির্ধারিত বক্তৃতা - মাধ্যমিক শাখা। বিষয়: মহান স্বাধীনতা দিবস। অবগতির জন্য আরো জানানো হচ্ছে যে, আগামি ২৭ মার্চ ২০২৪ খ্রি: বুধবার থেকে ১৮ এপ্রিল ২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার পর্যন্ত পবিত্র রমজান, ইস্টার সানডে, বৈসাবী, লাইলাতুল ক্বদর, জুমাতুল বিদা ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামি ১৯ ও ২০ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় ২১ এপ্রিল ২০২৪ খ্রিঃ রবিবার থেকে যথারীতি কার্যক্রম চলবে। মর্নিং শিফট এর ক্লাস শুরু: সকাল ৮টায়। ডে শিফটের ক্লাস শুরু: বেলা ১০:২০ টায়। আগামি ২৮ এপ্রিল ২০২৪ খ্রি: রবিবার প্রাথমিক শাখার ১ম পাঠ মূল্যায়ন ও ১০ম শ্রেণির প্রাক্ মূল্যায়ণ আরম্ভ হবে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষাথীদের শিখণকালীন মূল্যায়ণ চলমান থাকবে। স্বাক্ষরিত মুজিবুর রহমান এম.এস.এস. (পি.সায়েন্স) বিএড (১ম শ্রেণি) এম.এড (১ম শ্রেণি) প্রধান শিক্ষক অনুলিপি অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হলঃ ১। সকল শিক্ষক ও সকল শ্রেণির শিক্ষার্থী। ২। শ্রেণি ভিত্তিক হোয়াটস অ্যাপ গ্রুপ। ৩। নোটিশ বোর্ড। ৪। অফিস নথি।